বড়লেখা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২২
০৯:২৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২২
০৯:২৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের ঋণের টাকা পরিশোধ করতে বোনের বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও টাকা লুটের শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ ফারুক আহমদ। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এক দৃর্বৃত্তের নাম উল্লেখ ও আরো দুইজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ ফারুক আহমদ মাস দেড়েক আগে স্থানীয় কাঠ ব্যবসায়ী কামাল আহমদের নিকট বসত বাড়ির বিভিন্ন প্রজাতির দ্ইু লাখ টাকার গাছ বিক্রি করেন। ওই টাকায় তিনি ছেলেকে মধ্যপ্রচ্যে পাঠান।
কামাল আহমদ ২০-২৫টি গাছ কেটে নেওয়ার পর প্রতিবেশীর আপত্তিতে অবশিষ্ট গাছ নেওয়া বন্ধ করে দেন। টাকা ফেরতের চাপ দেওয়ায় তিনি দিশেহারা হয়ে ওঠেন। কামালের চাপে হাফেজ ফারুক আহমদ আপন বোনের কাছে টাকা ধার চান।
বৃহস্পতিবার রাতে জুড়ীর কচুরগুল বোনের বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে আসতেই রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তার সাথে থাকা দেড় লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে, হামলা ও টাকা লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখছেন। পাশাপাশি আসামী গ্রেপ্তরেরও চেষ্টা চালাচ্ছেন।
এ.জে/বি এন-১২