নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২২
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
১২:৪৮ পূর্বাহ্ন
অচিরেই সংবাদমাধ্য পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া।
তিনি বলেছেন, মানুষ এখন মূহুর্তে সংবাদ পেতে চায়। ঘটনাস্থল থেকে অফিসে গিয়ে নিউজ লিখে পাঠাতে গেলে অনেক সময় চলে যায়। সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সবাই অনলাইনে চলে গেছে। প্রযুক্তির যে ধারার বিকাশ ঘটছে তাতে সবাইকেই সম্পৃক্ত হতে হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধন করা হবে। নিবন্ধনের পূর্বে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়। চাইলেও দ্রুত সময়ে দেওয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী উপপরিচালক মাসুম বিল্লাহ। এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক ছামির মাহমুদ, মুহিত চৌধুরী, বাসসের সিলৈট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, সিলেটে কর্মরত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরসি-০৭