নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২২
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৩:০০ পূর্বাহ্ন
সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিলেট বইমেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত এ মেলায় ঢাকা ও সিলেটের ১৭টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতি বছর পক্ষকালব্যাপী এ বইমেলা হলেও করোনাপরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও একদিনের বইমেলা আয়োজন করা হচ্ছে। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে, সদ্যপ্রয়াত প্রখ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরীকে।
বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে- প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, চৈতন্য, নাগরী, বাবুই, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, জসিম বুক হাউস ও নিধি প্রকাশনী।
এ ছাড়া প্রথম আলো বন্ধুসভারও একটি স্টল মেলায় থাকবে। মেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।
প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমাইরা জাকিয়া পুতুল জানান, দিনব্যাপী আয়োজনে বইমেলার মূলমঞ্চে থাকবে সাহিত্যিক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলায় লেখক, পাঠক ও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরসি-১৮