সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
১২:২৯ পূর্বাহ্ন
‘চে’র সাইকেল’ নাটকের একটি দৃশ্য। ছবি- বাপ্পী ত্রিবেদী।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর প্রথম দিন কথাকলি সিলেট তাদের প্রযোজনায় চে’র সাইকেল নাটকটি কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ করে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নীলাঞ্জন দাশ টুকু, লিপি রানী মোদক, প্রশান্ত দে প্রলয়, হাবিবা ফেরদৌস বিন্তু, আমিরুল ইসলাম সুমন, সুজন আচার্য্য শ্রাবণ, আব্দুল মালিক, অরিন্দম দত্ত চন্দন, শামসুল বাসিত শেরো। নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ এবং নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ফয়েজ জহির।
অডিটোরিয়াম হল ভর্তি নাট্যমোদি দর্শক পিনপতন নীরবতা নিয়ে নাটক উপভোগ করেন। সন্ধ্যা ছয়টার পর থেকে অডিটোরিয়াম প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে নাট্য-সংস্কৃতিকর্মী ও নাট্যমোদী দর্শকের উপস্থিতিতে।
নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাট্যদল কে সন্মাননা জানান সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি শেখ আশরাফুল ইসলাম নাসির। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।
আজ ২৬ ফেব্রুয়ারি মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দ্বিতীয় দিন মৃত্তিকায় মহাকাল নাট্যযোগ মহাকালের পালা নাটকটি মঞ্চায়ন করবে।। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়ামে নাটক মঞ্চায়ন হবে।
আরসি-২০