ওসমানী হাসপাতালে টিকা নিতে এসে হাতাহাতি-ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৪:৪৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন



ওসমানী হাসপাতালে টিকা নিতে এসে হাতাহাতি-ধাক্কাধাক্কি

প্রথম ডোজ টিকা শেষ হওয়ার শঙ্কায় আজ শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকাগ্রহীতাদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। ফলে টিকাকেন্দ্রে হুলুস্থুল কান্ড শুরু হয়েছে। 

শনিবার সকাল থেকেই অসংখ্য মানুষ টিকা নিতে কেন্দ্রটিতে আসেন। ভিড়ের কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইনের। দীর্ঘ লাইন ঠিক করতে দায়িত্ব আনসার সদস্যদের টিকাগ্রহীতাদের উপর চড়াও হতে দেখা গেছে। এছাড়া টিকা গ্রহণের লাইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়েছে। 

তবে দায়িত্বশীলরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকাগ্রহীতাদের চাপ কমে আসবে।


এ সংক্রান্ত ভিডিও দেখুন-



এনএইচ/আরসি-০৯