গোলাপগঞ্জে তারিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৭, ২০২২
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০১:২৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে তারিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তারিফ রহমান হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার রণকেলীর নয়াগ্রাম চান্দের দোকানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার মুরব্বি মছব্বির আলীর সভাপতিত্বে ও আমির হোসেন রাহির পরিচালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, সমাজসেবক মাওলানা আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আজ্জাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম,  আরিফুর রহমানের চাচাতো ভাই গুলজার আহমদ, এনাম আহমদ প্রমুখ।

এসময় বক্তারা তারিফ হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এফএম/আরসি-১৩