সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২২
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০২:০০ পূর্বাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
এসব নিষেধাজ্ঞায় কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। সিএএনের এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ান সামাজিক নেটওয়ার্ক ভিকেতে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, 'নিষেধাজ্ঞা রাশিয়ার গতিপথ পরিবর্তন করার অক্ষমতা থেকে উদ্ভূত রাজনৈতিক দুর্বলতা। এ ছাড়া, এটি আফগানিস্তান থেকে কাপুরুষোচিত পলায়নের মতো লজ্জাজনক সিদ্ধান্তগুলো আড়াল করার একটা প্রচেষ্টাও।'
'এই আশ্চর্যজনক নিষেধাজ্ঞায় অবশ্যই কিছু পাল্টাবে না। এমনকি স্টেট ডিপার্টমেন্টের অজ্ঞ লোকজনও এটা জানে', যোগ করেন তিনি।
২০০৮ সালে জর্জিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে ইউক্রেনে অভিযানের তুলনা করে মেদভেদেভ বলেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট যেসব লক্ষ্য নির্ধারণ করেছেন, তা অর্জন করার আগ পর্যন্ত পূর্ণ মাত্রায় সামরিক অভিযান পরিচালিত হবে।'
মেদভেদেভ রাশিয়ার অভ্যন্তরে থাকা বিদেশি কোম্পানিগুলির সম্পদ জাতীয়করণ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ওইসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা করার একটি 'ভাল কারণ' পেয়েছে রাশিয়া।
আরসি-১৬