সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২
০১:৫৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
০১:৫৬ অপরাহ্ন
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত পক্ষকালব্যাপী মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর দ্বিতীয় দিনে মৃত্তিকায় মহাকালের প্রযোজনা ‘মহাকালের পালা’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) নগরের কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়ন হয়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সৈয়দ সাইমূম আনজুম ইভান, মোশাররফ হোসেন মৃদুল, রাজকুমার দে জয়, পায়েল চন্দ্র বিশ্বাস, অনন্যা বিশ্বাস, পুর্বা বৈদ্য, তুফফাতুল জান্নাত তুফা, তাছমিয়া খানম রিয়া, আব্দুল্লাহ আল নোমান, সামিয়া আহম্মেদ ও দেবলীনা রায়। নাটকটি রচনা ও নির্দেশণায় ছিলেন সৈয়দ সাইমূম আনজুম ইভান ।
নাটক শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মৃত্তিকায় মহাকালের হাতে উত্তরীয় ও সম্মাননা তুলে দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল-আজাদ ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মইন উদ্দিন মনজু।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্তর পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর তৃতীয় দিন লিটল থিয়েটার সিলেট ভাইবে রাধারমণ নাটকটি মঞ্চায়ন করবে।
আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়ামে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে নাটক মঞ্চায়ন হবে।
আরসি-২০