ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৫:২০ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, শুনেছি বর্ষা মৌসুমে এই এলাকার প্রধান সড়কটি পানিতে ডুবে যায়। তখন জনগণ নৌকা দিয়ে যাতায়াত করেন। সেজন্য এই গ্রামের প্রধান রাস্তাটি মাটি ভরাট ও পাকা রাস্তা করে মানুষের যাতায়াতের উপযোগী করা হবে। রাস্তা নির্মাণ করতে যত টাকা লাগে সে ব্যবস্থা এক সপ্তাহের মধ্যে করে রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু করব।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামে ছত্তিশ-বাঘমারা সড়ক পরিদর্শন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন তাই আমি সব অবহেলিত এলাকা স্বচক্ষে দেখে কাজের ব্যবস্থা করছি। দেশের কোথাও কোন রাস্তা অবহেলিত থাকবে না। সেজন্য প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব আমি সবসময় পালন করে যাচ্ছি।
পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোহিনী বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া লছমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ অংগসঙ্গঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসএইচ/আরসি-০১