শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৯:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৯:১২ অপরাহ্ন



শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

'গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান, এই শ্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। এতে বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র্যালি পরবর্তী সমাবেশে পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডঃ মোঃ তাজ উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ডঃ মোঃ কবির হোসেন অধ্যাপক ড. সাবিনা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে মানসম্মত তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অনেক দূর এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানের পেছনে পরিসংখ্যান বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে রাত ৯ টায় বিভাগের অধ্যাপক ডঃ মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় একটি ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

এইচ এন/বি এন-১১