শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২২
১০:৩৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
১০:৩৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী রুপকের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন উদ্যোগে "KIN CHARITY FEST '22" এর আয়োজন করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুপকের চিকিৎসায় সহায়তা করতে কিন চ্যারিটি ফেস্টে পোস্টার উৎসব এবং চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে । এ আয়োজন ২৭ ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। এদিকে ২ ফুট×১.৫ ফুট পিভিসি পোস্টার -১৩০টাকা, ১.৫ফুট×১ ফুট পিভিসি পোস্টার- ৮০ টাকা, প্রতিটি মাস্ক - ৬০ টাকা করে রাখা হয়েছে।
মুভির মধ্যে রয়েছে, ৪ মার্চ দুপুর ৩ টায়-Hacksaw Ridge, সন্ধ্যা ৬টায় Grave Of The Fireflies, রাত ৮.০০ টা - চিত্রা নদীর পাড়ে। ৫ মার্চ দুপুর ২টায়-Hope, বিকাল সাড়ে ৪টায়- Dead Poets Society, রাত ৭টায়- Eternal Sunshine of the spotless Mind, ৬ মার্চ বিকেল ৫টায়- JoJo Rabbi, রাত সাড় ৭টায়- Chhichhore।
চলচ্চিত্র উৎসবটি ৪ মার্চ শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। এদিকে প্রতিটি মুভির টিকেটের মূল্য রাখা হয়েছে ৪০ টাকা। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা এবং প্রতিদিন মুভি শুরুর আগে সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তাছাড়া অনলাইনে [email protected] আইডিতে মেইল করে অর্ডার করা যাবে।
উল্লেখ্য মজিবুর রহমান রূপক শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের ২২ তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী। তার দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে চিকিৎসা বাবদ তার জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। যা এই মুহূর্তে তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। চিকিৎসার জন্য এই আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই "KIN CHARITY FEST '22" শীর্ষক একটি অনুদান কর্মসূচির আয়োজন করেছে কিন যার অংশ হিসেবে থাকবে পোস্টার উৎসব এবং চলচ্চিত্র উৎসব। এ আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ রূপকের চিকিৎসার জন্য প্রদান করা হবে।
আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত নগদ, বিকাশ, রকেট এবং ডিবিবিএল নাম্বারে: বিকাশ(পারসোনাল) : 01788373545, রকেট(পারসোনাল) : 017883735456, নগদ(পারসোনাল): 01729344878, ডিবিবিএল (A/C) : Shoaibur Rahman Faiyaz, A/C: 105 157 0016547
DBBL Branch:105-MOTIJHEEL FOREIGN EXCHANGE BRANCH।
প্রসঙ্গত “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই মূলমন্ত্রকে উপজীব্য করে ২০০৩ সালের ৩০শে জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ তরুণ তরুণীর হাত ধরে যাত্রা শুরু হয় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন KIN এর। গুটি গুটি পায়ে আজ KIN ২০ বছরে পদার্পণ করেছে। শিক্ষা, রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতা,চ্যারিটি এন্ড এইড ও শীতবস্ত্র বিতরণ এই পাঁচটি মূল শাখা নিয়েই কাজ করে চলেছে KIN (কিন)।
এইচ এন/বি এন-১২