গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৩:২৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২টি বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের বাণীগাজি গ্রামে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ ও তার প্রতিবেশি আব্দুল ফয়েজের বাড়ী পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মস্তাব উদ্দিন কামাল, তথ্য ও গবেষনা সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, বুধবারিবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য রুহেল আহমদ রিপন, সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু প্রমুখ।
এফএম/আরসি-১০