শ্রীমঙ্গল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৬:০২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৬:০৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে দুইজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের কলেজ রোডস্থ প্রেসক্লাবে উপকারভোগীদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ক্যান্সারে আক্রান্ত উপজেলার বিষামনি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ক্বারী আব্দুল বাছিত কে ৫ হাজার ও আগুনে দগ্ধ কালাপুর ইউনিয়নের সিরাজ জনগর গ্রামের বাসিন্দা তপু দেবনাথের ছেলে শিশু সুব্রত দেবনাথ কে মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা দেয়া হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে সহায়তার টাকা তুলে দেন।
শিক্ষক আব্দুল বাছিত এর পক্ষে বিষামনি হাই স্কুলের সহকারী শিক্ষক সুবাস রবিদাস, শিশু সুব্রত দেবনাথ ও তার বাবা তপু দেবনাথ এসব অর্থ গ্রহণ করেন।
এ সময় সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ছৈয়দ সালাউদ্দীন, প্রতিদিনের সংবাদের আব্দুস শুকুর, দেশ রূপান্তরের আহমেদ এহসান সুমন উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক আগামীতে তাদের আরও সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
জি কে/বি এন-০২