সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৭:৩৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৭:৩৯ অপরাহ্ন
রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। কারফিউ জারির দুই দিনের মাথায় তা প্রত্যাহার করল দেশটি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পঞ্চম দিনে এসে পূর্ব ইউরোপের এই দেশটির প্রায় সকল জেলাতেই ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ সামরিক বাহিনী ও রুশপন্থি যোদ্ধাদের সংঘর্ষ চলছে। তবে এই সংঘর্ষের মধ্যেই দুইদিন আগে জারি করা রাজধানী কিয়েভের কাউফিউ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলার সুযোগ দিতেই ইউক্রেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া টানা দুই দিনের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ নিরাপত্তা শেল্টারে কাটানো মানুষের জন্য এটি উল্লেখ্যযোগ্য প্রাপ্তি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
অবশ্য আগের দুই রাতের তুলনায় কিয়েভে রোববারের রাত তুলনামূলক শান্ত ছিল।
রাজধানী কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতারা বলছেন, যুদ্ধ ইউক্রেনের মানুষের জীবনের ওপর ঠিক কী প্রভাব ফেলেছে তা এখনই জানা বেশ কঠিন। মূলত যুদ্ধের মাধ্যমে মানুষের সুবিধা-অসুবিধার বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে। তবে বিদ্যমান এই পরিস্থিতির সঙ্গে স্থানীয়রাও অনেকটা খাপ খাইয়ে নিয়েছেন। খাদ্য ও পনীয় রেশনে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে এবং তারা এক ধরনের রুটিনের মধ্যে পড়ে গেছে।
অবশ্য ঘরে বন্দি থাকলেও সবাই টেলিভিশন স্ক্রিন ও মোবাইল ফোনের দিকে নজর রাখছেন। এবং তাদের অনেকে বেলারুশে পাস হওয়া একটি আইন নিয়ে উদ্বিগ্ন যা রাশিয়াকে বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র স্থাপনের অনুমতি দিতে পারে।
এদিকে রবিবার রাতে রাজধানী কিয়েভের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও ইউক্রেনের উত্তরাঞ্চলে অবস্থিত চেরনিহিভ শহরে রাতভর ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে আবাসিক ভবনগুলোর সঙ্গে একটি নার্সারিতেও হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে।
তবে রাতভর হওয়া এই হামলায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার সময় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থানের ব্যাপারে মানুষকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটি মেনে চলার কারণেই আহতের সংখ্যা কম বলে মনে করা হচ্ছে।
বি এন-০৮