জৈন্তাপুরে ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৭:৪৮ অপরাহ্ন



জৈন্তাপুরে ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্যে মর্যাদায় ৭ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইয়াহিয়া, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, মাস্টার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের প্রধানগণ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম.রুহেল প্রমুখ।

সভায় আগামী ৭ই মার্চ পালনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

আর কে/বি এন-০৯