নিজস্ব প্রতিবেদক
মার্চ ০১, ২০২২
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২২
০৩:২১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধ ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর সিলেট। অভিযানে ১৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন। অভিযানে অংশ নেয় ব্যাটালিয়ন আনসারের একটি দল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন বলেন, পরিবেশ সুন্দর রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে পাথর আমদানিকারক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় ক্রাশিং মেশিন মালিক সমিতির সদস্য এবং স্থানীয় সাংবাদিক ও উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় সভা করে পরিবেশ অধিদফতর।
সভায় শুক্রবার ও শনিবার ক্রাশার মেশিন বন্ধ রাখাসহ দিনে দুইবার পানি ছিটানো এবং দ্রুত ক্রাশিং জোন স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এএফ/০২