জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০১, ২০২২
০৯:৩৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২২
০৯:৩৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ )সকাল ১২টায় বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর সহযোগিতায় জাতীয় বীমা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্মুখ হতে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বাহারুল আলম বাহার, মো. সুলতান করিম, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শাহীনুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
আর কে/বি এন-০৮