নিজস্ব প্রতিবেদক
মার্চ ০১, ২০২২
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০২, ২০২২
১২:০৬ পূর্বাহ্ন
রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক যুবকের কাছ থেকে ১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেপ্তারে করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ মার্চ) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুর সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে। নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার হক সুপার মার্কেটে আমিন রহমান ট্রেভেলস নামে তার একটি জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকেই তিনি রোমানিয়ায় লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নগরের শাহজালাল উপশহরস্থ জি ব্লকের ৪ নং রোডের ৯৬ নং বাসায় থাকতেন তিনি।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘তাকে আজ বেলা ২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল আদালতে তোলা হবে।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ভুক্তভোগীদের পক্ষে মামলা করেন ফখরুল ইসলাম। মামলায় স্বাক্ষী হন ভুক্তভোগী আরো ১৮ জন। মামলায় আমিনুর রহমানকে প্রধান আসামি করা হয়। আমিনুরের দুই ভাই জিয়াউর রহমান ও ছিদ্দিকুর রহমানসহ তিনজনের নাম উল্লেখ ছাড়াও আরো তিন-চার জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এএফ/০৩