শাবিপ্রবির টিলায় ফের অগ্নিকাণ্ড

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০২, ২০২২
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২২
০১:৫৪ পূর্বাহ্ন



শাবিপ্রবির টিলায় ফের অগ্নিকাণ্ড

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিলায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (০১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশ শতক জায়গা পুড়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে বহিরাগত চার যুবক গাঁজা সেবন করছিলেন। অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানায়। তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও এমসি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

এদিকে ঘটনাস্থলে থাকা ওই চার যুবককে সন্দেহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ত্রিশ শতক জায়গা পুড়ে গেছে। আগুন কে বা কারা লাগিয়েছে এটি বলা যাচ্ছে না। তবে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পেয়েছি। ভিডিওতে ঘটনাস্থলে চার যুবকের অবস্থান দেখা যায়। তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে পরিচয় জানা যাবে।

আগুন লাগানোর সঙ্গে যারা সম্পৃক্ত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের ২৯ জানুয়ারি একদিনে বিশ্ববিদ্যালয়ের চারটি টিলায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনএইচ/আরসি-০১