অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক পিছিয়েছে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০২, ২০২২
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২২
০২:৩৩ পূর্বাহ্ন



অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক পিছিয়েছে

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় যুক্তিতর্ক পিছিয়েছে। আজ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের নির্ধারিত তারিখ থাকলেও আসামির আইনজীবীরা সময় প্রার্থনা করায় শুনানি পিছায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান টিটু বলেন, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনে আরও সময় চাইলে শুনানি শেষে বিচারক আগামী ৮ মার্চ পরবর্তীতে সময় নির্ধারণ করেন।

এ সময় সময় আদালতে মামলার আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলা সাফাই সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসা থেকে কয়েকশ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় দায় স্বীকার করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম।

আরসি-০৩