ক্যান্সারের কাছে হেরে গেলেন সাদেক

বড়লেখা প্রতিনিধি


মার্চ ০২, ২০২২
০৯:১০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২২
০৯:১৬ পূর্বাহ্ন



ক্যান্সারের কাছে হেরে গেলেন সাদেক

মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের ডিগ্রি (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী ও দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক আহমদ (২৫) ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ছয়টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাদেক উপজেলার তালিমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। এদিকে সাদেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

জানা গেছে, সাদেক দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। এতে অবস্থার কোনো উন্নতি হয়নি।

বুধবার সকাল সাড়ে ছয়টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বাদ আসর তালিমপুর বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। 

বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন বুধবার বিকেলে বলেন, দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক খুব ভালো ও পরোপকারী ছিল। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। 

এ জে/বি এন-১১