জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০৩, ২০২২
০৯:৪০ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২২
০৯:৪২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নব নির্মিত ভবনের উদ্বোধন এবং ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ )সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা সদরের জৈন্তিয়াপুরবালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমি ভবন, সকাল ১১টায় ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ২২-২৩ শিক্ষা বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন, দুপুর ১২টায় উপজেলা ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এবং কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
জৈন্তাপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থায় গণজোয়ার সৃষ্টি করেত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আধুনিক সুযোগ সুবিধা সম্ভলিত ভবন নির্মাণ, শেখ রাসেলে ডিজিটাল ল্যাব, কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ সেন্টার সহ বিভিন্ন শিক্ষা উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সেই সাথে দেশ মধ্যম আয়ের দেশ হতে উন্নত দেশে পরিনত হতে চলছে। শুধু তাই জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা চেতনায় বাংলাদেশে একের পর এক মেঘা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। অচিরেই এ সকল প্রজেক্টের সুযোগ সুবিধা ভোগ করবে দেশের প্রতিটি নাগরিক। সেজন্য আমারও শিক্ষার পাশাপাশি কর্মমুখি শিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন করেছি। শিক্ষা ব্যবস্থায়, কৃষি উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় বিপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। তার ফিডব্যাক হিসাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে জৈন্তাপুর উপজেলার আধুনিক পরিবর্তনে অংশীদার হবেন।বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমীক ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন।
মন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, আ.লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিাপামনী দেবী, কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ড. এনামূল হক সরদার, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিজন চন্দ্র বিশ্বস সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আর কে/বি এন-০৮