জৈন্তাপুরে প্রবাসীর বাড়ীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ০৩, ২০২২
০৯:৫৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২২
০৯:৫৭ অপরাহ্ন



জৈন্তাপুরে প্রবাসীর বাড়ীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ি গ্রামে প্রবাসী পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তাপুর টিলাবাড়ী গ্রামে ওমান প্রবাসী খলিল মিয়া ১বছর পূর্বে ৯শতক জায়গায় ক্রয় করেন। বাড়ী নির্মাণের জন্য সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় কয়েকজন আপত্তি দিয়ে রাস্তার জন্য আড়াই ফুট জায়গা ছেড়ে সীমানা প্রাচীর নির্মাণ করার দাবী জানায়। প্রবাসী খলিল মিয়া স্থানীয়দের দাবী এবং নিজের চলাচলের সুবিধার জন্য খরিদকৃত ভূমির আড়াই ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণ করেন।

সীমানা প্রাচীর নির্মাণ শেষে ওমান প্রবাসী খলিল মিয়া পুনরায় প্রবাসে চলে যান। প্রবাসে গিয়ে খরিদকৃত ভূমিতে ঘর নির্মাণ শুরু করলে প্রভাবশালীরা বাধা দেয়।

ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখতে মিস্ত্রী ও প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম কে হুমকি দেন। তারা ঘর নির্মাণে বাধাসহ বাড়ীর প্রবেশ পথে দেওয়াল নির্মাণ করে প্রবাসীর পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

এসময় অভিযুক্তরা প্রবাসীর বাড়ীর বিভিন্ন ধরনের ফসলা কেটে ফেলে এবং বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ফেলে।

রাস্তা বন্ধ করার কারণে প্রবাসীর পরিবার বাড়ী হতে বের হতে পারছে না। অবরোধ অবস্থায় বিদ্যুৎহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের কমর আলীর ছেলে আবু তাহের (৫০), আবু তাহেরের দুই ছেলে সুহেল মিয়া (২৫), সুজন মিয়া(২০), মৃত নাজিম উদ্দিনের ছেলে আক্কাস মিয়া (৫২), গিয়াস উদ্দিনের ছেলে সাব্বির মিয়া (৪০), আব্দুস সালাম (৪৫) জাহের মিয়া (৫৫) নাম উল্লেখ করে ২৩ ফেব্রুয়ারি জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়েরের পর হতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওমান প্রবাসী খলিলের পরিবার। এছাড়া গ্রামের কেউ প্রবাসী পরিবারের সাথে যোগাযোগ রাখলে তাদেরকে সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত জাহের মিয়া জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানেন। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

জৈন্তাপুর থানার এ.এস,আই ইউসুফ জানান, একটি অভিযোগ এসেছিল বিষয়টি জানতে পেরে স্থানীয় জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সমাধানের জন্য আমাদের নিকট হতে সালিশে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে রয়েছি। সময় করে ইউনিয়ন পরিষদে আসেন বিষয়টি নিয়ে কথা বলব।

আর কে/বি এন-০৯