পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কোম্পানীগঞ্জে কর্মবিরতি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৪, ২০২২
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২২
০১:৫৫ পূর্বাহ্ন



পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কোম্পানীগঞ্জে কর্মবিরতি

পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জেও  উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি চলছে। 

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) তৃতীয় দিনের মত উপজেলা প্রশাসনের ইউএনও অফিস ও ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মো. জসীম উদ্দিন‌, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির জসীম উদ্দিন, অফিস সহকারী নারায়ন দেবনাথ, সার্টিফিকেট সহকারী বদরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির জসীম উদ্দিন জানান, তৃতীয় শ্রেনীর কর্মচারিদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেডের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছি। গত বছর প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রতি সম্মতি জ্ঞাপন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও বলেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় ১ মার্চ থেকে আমরা আবারো কর্মবিরতি শুরু করেছি।  

তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুরু হওয়া এই কর্মবিরতি জাতীয় দিবস ও সরকারি ছুটি ছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। এরপরও দাবি না মানলে পরবর্তীতে কেন্দ্রীয় সীদ্ধান্ত অনুযায়ী আরও বৃহৎ কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে। তবে জাতীয় দিবসেগুলো যথাযথ নিয়মে পালন করা হবে।

আরসি-১১