শাবিপ্রবি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের মাস্ক বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৪, ২০২২
০৫:৩১ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২২
০৫:৩১ অপরাহ্ন



শাবিপ্রবি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের মাস্ক বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হয়েছে। স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের উদ্যোগে তিনশ শিক্ষার্থীকে ৫টা করে মাস্ক বিতরণ করা হয়।

আজ শুক্রবার (৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর ৩২৮ নাম্বার কক্ষে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় ব্যাবসায় অনুষদের ডিন, বিভাগের প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, আমরা প্রায় ৩০০ শিক্ষার্থীকে ৫টি করে মাস্ক বিতরণ করেছি। যেটি ধুয়ে আবার ব্যাবহার করা যাবে।

তিনি বলেন, রুমু ফ্যাশনের মালিকের পৃষ্ঠপোষকতায় ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩০০ জনকে উন্নত কাপড়ের তৈরি মাস্ক প্রদান করা হয়েছে যা ধুয়েও ব্যবহার করা যাবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস কার্যক্রম চালিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়। 

এইচএন/আরসি-০১