ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস জায়গীরদার আর নেই

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০৪, ২০২২
০৫:৪৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২২
০৫:৪৫ অপরাহ্ন



ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস জায়গীরদার আর নেই

বালাগঞ্জ উপজেলার  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল কুদ্দুস জায়গীরদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন)।

বৃহস্পতিবার (৩ মার্চ ) রাত ৯ টার দিকে  উপজেলার তাজপুর বাজারে ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। 

বীর মুক্তিযোদ্ধা জায়গীরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ওসমানীনগর-বিশ্বনাথ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

এছাড়া বালাগঞ্জ উপজেলার  মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান , বি এন পি' সভাপতি এস টি এম ফখর উদ্দিন এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আজ শুক্রবার  (৪ মার্চ) দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও দাখিল মাদ্রাসা'র মাঠ ময়দানে নামাজে জানাজা শেষে নিজ গ্রাম পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ইউডি/আরসি-০২