ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৪, ২০২২
০৮:৫৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২২
০৮:৫৯ অপরাহ্ন



ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া

রাশিয়ার সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে এ দাবি করেছে।

আজ শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া বলেছে, ‘অপারেশনাল কর্মীরা পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

এর আগে শুক্রবার ভোরের দিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এ হামলায় সেখানে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বিদুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা।

এ অগ্নিকাণ্ডে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘প্রয়োজনীয়’ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

তবে ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় নড়েচড়ে বসেন বিশ্বনেতারা। এরই মধ্যে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের দখলে নিলো রাশিয়া।

আরসি-১৬