বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০৫, ২০২২
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২২
০২:২৮ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

ওসমানীনগর উপজেলার থানাগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আব্দুল কুদ্দুস জায়গীরদারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৪ মার্চ) দুপুরে স্থানীয় ঈদগাহ ময়দানে জাতির এই মহান বীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ বদরুল, বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ মতিন প্রমুখ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গার্ড অফ অনার প্রদান করে। পরে জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বালাগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল কুদ্দুস জায়গীরদার বৃহস্পতিবার রাত ৯ টায় তাজপুরস্থ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

ইউডি/আরসি-১৯