শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ০৫, ২০২২
০২:৪২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২২
০২:৪২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রুপকের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র উদ্যোগে ‘KIN Charity Fest'22’ এর অংশ হিসেবে ‘কিন চ্যারিটি মুভি ফেস্ট’র উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৪ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ মুভি ফেস্টের উদ্বোধন করা হয়।
তিনদিন ব্যাপী এ চ্যারিটি ফেস্ট আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে। মুভি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অথবা মুভি শুরু হওয়ার পূর্বে কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে টিকেট পাওয়া যাবে।
চ্যারিটি মুভি ফেস্ট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়।
মুভি ফেস্টের প্রথম দিন ৪ মার্চ (শুক্রবার) বিকাল ৩ টায় ‘Hacksaw Ridge’, সন্ধ্যা ৬ টায় ‘Grave of the Fireflies’ এবং রাত ৮ টায় ‘চিত্রা নদীর পাড়ে’ মুভি প্রদর্শন করা হবে। দ্বিতীয় দিন ৫ মার্চ (শনিবার) দুপুর ২ টায় Hope’, বিকাল সাড়ে ৪ টায় ‘Dead Poets Society’ এবং রাত ৭ টায় Eternal Sunshine of the Spotless Mind’ মুভি প্রদর্শন করা হবে। শেষদিন ৬ মার্চ (রবিবার) বিকাল ৫ টায় Jojo Rabbit’ এবং রাত সাড়ে ৭ টায় Chicchore’ মুভি প্রদর্শন করা হবে।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ‘কিন চ্যারিটি ফেস্ট-২২’ উপলক্ষে টেন্ট বসানো হয়েছে। সেখানে স্ব কার্টুন পোস্টার, বিভিন্ন পিভিসি পোস্টার (কাস্টমাইজড অর্ডারসহ), মাস্ক, রিস্ট ব্যান্ডও পাওয়া যাচ্ছে।
এছাড়া রুপকের চিকিৎসায় যে কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে নিম্নোক্ত বিকাশ, রকেট, নগদ এবং ডিবিবিএল নাম্বারে টাকা পাঠাতে পারেন।
বিকাশ (পারসোনাল) : ০১৭৮৮৩৭৩৫৪৫, রকেট (পারসোনাল) : ০১৭৮৮৩৭৩৫৪৫৬, নগদ (পারসোনাল): ০১৭২৯৩৪৪৮৭৮, ডিবিবিএল (A/C) : Shoaibur Rahman Faiyaz, A/C: 105 157 0016547, DBBL Branch: 105-MOTIJHEEL FOREIGN EXCHANGE BRANCH.
এইচএন/আরসি-২০