সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৫, ২০২২
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২২
০৬:২৭ পূর্বাহ্ন
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাইন্টিফিক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্বনাথের রামপাশা রোডের সন্ধানী ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে এর আয়োজন করে সন্ধানী ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারের ইএনটি ইউনিট।
সারা বিশ্বে কান তথা শ্রবণের যত্নের প্রতি সচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৭ সাল থেকে প্রতি বছর ৩মার্চ বিশ্ব শ্রবণ দিবস পালন করে আসছে । দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যত্নের সাথে শুনুন; জীবনভর শুনুন।’
দিবসটিতে উপজেলা পর্যায়ের জনগণের মাঝে কানের বিভিন্ন রোগ, শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কে এবং শ্রবণ শক্তির গুরুত্ব তুলে ধরতে এই সাইন্টিফিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
‘যত্নের সাথে শুনুন; জীবনভর শুনুন’ প্রতিপাদ্য আয়োজিত সাইন্টিফিক সেমিনার এবং আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের রেজিস্ট্রার নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফী। সহজ সাবলীল বাংলায় বিভিন্ন সচেতনতামূলক ছবি সম্বলিত প্রেজেন্টেশনটি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত উপস্থিত অতিথিবৃন্দ উপভোগ করেন।
প্রশ্নোত্তর পর্বের পর ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস ম্যানেজার মো. ফেরদৌস । সমাপনী বক্তব্যে সন্ধানী ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর এ. এস.এম নাসের উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজনে সবাইকে পাশে থাকার আহবান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে শুরুতে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মো. আব্দুল কাদিরের উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবির আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাসুদ আলম।
এএফ/০১