ইউক্রেনের ১২ লাখ মানুষ দেশ ছেড়েছেন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৫, ২০২২
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২২
০১:৩৬ পূর্বাহ্ন



ইউক্রেনের ১২ লাখ মানুষ দেশ ছেড়েছেন

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন। আজ শনিবার (৫ মার্চ) বিবিসি এ খবর জানায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বলেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা মানুষের অর্ধেকই প্রতিবেশি পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন। প্রতিবেশি মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছেন।

ইউএনএইচসিআর বলছে, ‘ইউক্রেনের ভেতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের সুরক্ষা ও সহায়তা দরকার। ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারেন।’

রাশিয়ার হামলার আগে ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

আরসি-০৪