সিলেটে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৫, ২০২২
১১:২৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২২
১১:২৭ অপরাহ্ন



সিলেটে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, বসতঘর পুড়ে ছাই

সিলেট নগরের কালিবাড়ি গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকায় অগ্নিকান্ডে শোভা রাণী চন্দ (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু এবং চারটি ঘর আগুনে পুড়ে গেছে। 

আজ শনিবার (৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শোভা রাণী সিলেটের সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সচিন্দ চন্দ্রের স্ত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের ৪টি কক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভুঞা বলেন, ‘আমরা বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট রওয়ানা দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আগুনে পুড়ে নিহত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। 

এএফ/০১