সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৬, ২০২২
০১:১৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২২
০১:১৯ পূর্বাহ্ন
ইউক্রেনে রুশ অভিযানের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার মানুষ রাশিয়ার পতাকা এবং পুতিনের ছবি নিয়ে অংশগ্রহণ করেন।
তারা নিকোলাসের স্মৃতিস্তম্ভের সামনে থেকে শহরের মধ্য দিয়ে মিছিল করে রুশ দূতাবাসের দিকে যায়। এসময় অংশগ্রহণকারীরা রাশিয়া ও সার্বিয়ার জাতীয় সংগীত বাজায়। খবর রয়টার্সের।
এসময় তারা দুই রাষ্ট্রকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে স্লোগান দেয়।
কূটনৈতিকভাবে সার্বিয়া জটিল এক ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ইউরোপীয় নেতাদের তোষণ ও ইইউতে যোগদানের আকাঙ্ক্ষাকে লাইনচ্যুত না করে মস্কোর সঙ্গে সম্পর্ককে ঠিক রাখার মতো দুই নৌকায় পা রাখার পথে হাঁটছে দেশটি।
এএফ/০৩