রুপকের চিকিৎসার্থে স্পোর্টস সাস্টের ফুটসাল টুর্নামেন্ট

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৬, ২০২২
০৫:৫৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২২
০৫:৫৫ অপরাহ্ন



রুপকের চিকিৎসার্থে স্পোর্টস সাস্টের ফুটসাল টুর্নামেন্ট

কিডনি জটিলতায় আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মুজিবুর রহমান রুপক।

তার চিকিৎসার্থে 'Dribble for Rupok’ শীর্ষক ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া সংগঠন স্পোর্টস সাস্ট। 

আজ রবিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাফায়েত জামিল সৌরভ।

তিনি বলেন, আগামী ১৩ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে রূপক ভাইয়ের চিকিৎসার্থে ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে। এটি চলবে ২৪ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টে টিম দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্পোর্টস সাস্টের ট্রেন্টে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। প্রত্যেক ব্যাচ থেকে একাধিক টিম নেওয়া যাবে বলেও জানান তিনি।

জামিল সৌরভ বলেন, স্পোর্টস সাস্ট সব সময় ক্যাম্পাসের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এরই ধারাবাহিকতায় আমাদের এ  আয়োজন। আমরা চাই রূপক ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তাই ক্যাম্পাসের খেলাধুলা প্রেমি মানুষদের সাথে নিয়ে ভাইয়ের পাশে দাঁড়াতে আমাদের আয়োজন। ভাইয়ের চিকিৎসার খরচটা হয়তো অনেক বড় পরিমাণের কিন্তু সবাই নিজের জায়গা থেকে এগিয়ে আসলে এই বাধা কোন বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ।

এদিকে ৬ মার্চ থেকে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, রেজিস্ট্রেশন চলবে  ১২ মার্চ পর্যন্ত। পরের দিন ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। এটি চলবে  ২৪ মার্চ পর্যন্ত।  এতে রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ৫০০ টাকা।

প্রসঙ্গত, শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজিবুর রহমান রুপক। রুপকের দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। তার চিকিৎসায় সহায়তা করতে শাবিপ্রবির অন্যতম ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট ‘Dribble for Rupok’ শীর্ষক Futsal টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টের সকল টাকা রুপকের চিকিৎসায় ব্যয় করা হবে।

আরসি-১৫