মৌলভীবাজার প্রতিনিধি
মার্চ ০৬, ২০২২
০৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২২
০৯:৩৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৬ মার্চ) কুলাউড়া উপজেলার মনসুর রোড, দক্ষিণবাজার, মাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী, ভোজ্য তেলের দোকান এবং চাউলের বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন- ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এসময় তার সহযোগিতায় ছিল র্যাব-৯।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মনসুর রোডে অবস্থিত আঈদ ষ্টোরকে ৩ হাজার টাকা, এলি ষ্টোরকে ১ হাজার টাকা, দক্ষিণ বাজারে অবস্থিত রুজি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মজুমদার ফার্মেসীকে ৪ হাজার টাকা, মাছের বাজারে অবস্থিত আক্কেল আলির মাছের দোকানকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এসময় মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
এ এ/বি এন-১০