সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৭, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে রোগীর জন্য আনা গাড়ি প্রবেশে বাধা ও হয়রানির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন সিলেট জেলা। আজ রবিবার (৬ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজু রুপসী ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া রাংখেলেমের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খাসি স্টুন্ডেন্ট ইউনিয়নের উপদেষ্টা লভিংসন পঃস্না, শিক্ষা বিষয়ক সম্পাদক মারকুস পাপাং।
সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দীপঙ্কর সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেটের নেতা বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মনীষা ওয়াহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলাপ্রু মারমা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ৪ মার্চ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জির বাসিন্দা রানী মারলিয়ার (৬০) জরুরি চিকিৎসার জন্য আনা গাড়ি ঝিমাই চা-বাগানের ম্যানেজার কর্তৃক বাগানে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রায়ই বাগানে এভাবে বাধা প্রদান ও হয়রানির ঘটনা ঘটে থাকে। একজন মুমূর্ষু রোগী পরিবহনের গাড়ি এভাবে আটক দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধ করা হয়েছে। এমন বেআইনি স্বেচ্ছাচারী পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই আমরা। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’
এ সময় উপস্থিত ছিলেন খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় সুছিয়াং, সহশিক্ষা বিষয়ক সম্পাদক জেফারশন, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক ফ্রেসিউস লামিন প্রমুখ।
আরসি-২২