হাইকোর্টের রায় স্থগিত, তবে দায়িত্ব পালন করবেন জায়েদ খান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৬, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন



হাইকোর্টের রায় স্থগিত, তবে দায়িত্ব পালন করবেন জায়েদ খান

নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আজ সেটি  চার সপ্তাহের জন্য স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, এ স্থিতাবস্থা চলাকালীন দায়িত্ব পালন করবেন জায়েদ খান।

হাইকোর্টের রায়ের স্থগিত চেয়ে নিপুণ আক্তারের আবেদনের শুনানির পর রবিবার এ আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

জায়েদ খানের পক্ষে শুনানি করেন আহসানুল করিম। এদিকে নিপুণের আইনজীবী মোস্তফিজুর রহমান বললেন ভিন্ন কথা, ‘হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত সাধারণ সম্পাদক পদে স্ট্যাটাসকো দিয়েছেন, এ আদেশের পর এখন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী নিপুণ আক্তার।’

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘এ আদেশের ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।’

আরসি-২৩