নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৭, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন
পাখির ধাক্কায় (বার্ড হিট) ইঞ্জিন বিকল হয়ে বাতিল হলো সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইট।
আজ রবিবার (৬ মার্চ) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সকাল সোয়া ১০টায় ফ্লাইটটি সিলেট থেকে হিথ্রোর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।
বিমানের ডানার সঙ্গে পাখির ধাক্কা লাগায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে যথাসময়ে উড্ডয়ন করতে পারেনি ফ্লাইটটি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার সকাল সোয়া দশটায় ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী যাত্রীদের নিয়ে ওই ফ্লাইট উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল আড়াইশোর বেশি। উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে উড়োজাহাজের ইঞ্জিন ঠিকঠাকমতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি। বার্ড হিটের কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।
এঘটনায় দিনভর যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৯টা অবদি অনেক যাত্রী বিমানবন্দরে অবস্থান করছিলেন। কেউ কেউ আবার বাড়ি ফিরে গেছেন। এছাড়া যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেট মিররকে বলেন, ‘বার্ড হিটের কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি। তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বার্ড হিটের বা পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরনের আগে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল।’
তিনি আরও বলেন, ‘রাত ৯টা পর্যন্ত ফ্লাইট ছেড়ে যায়নি। আজ আর ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার সকালে হয়ত ফ্লাইটি ছেড়ে যাবে।’
হাফিজ আহমদ বলেন, ‘যাত্রীদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের হোটেলে দেওয়া হয়েছে।’
এনএইচ/এএফ-০২