সিলেটের শ্রেষ্ঠ ওসি জৈন্তাপুরের গোলাম দস্তগীর

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ০৭, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন



সিলেটের শ্রেষ্ঠ ওসি জৈন্তাপুরের গোলাম দস্তগীর

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। মাসিক কল্যাণ সভায় জৈন্তাপুর উপজেলার অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শ্রেষ্ঠ ওসি হন তিনি। 

আজ রবিবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হল রুমে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে উদ্বর্তন পুলিশ কর্মর্কতাদের নিবিড় তদারকি ও পর্যবেক্ষনের মাধ্যমে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হন। তার স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন পুলিশ কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম-এর নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার সকল ধরনের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া আইর শৃঙ্খলা যেকোন সমস্যা সমাধানের জন্য জনগনের পাশে থাকার অঙ্গীকার করেন।

আরকেএস/আরসি-২৭