নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৭, ২০২২
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০৩:৪৬ পূর্বাহ্ন
সিলেট নগরের জেলরোডস্থ একটি ফার্ণিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, জেলরোড এলাকার পানশী ইন রেস্টুরেন্ট ও ডালাস হোটেলের মধ্যবর্তী গলির ভেতর একটি ফার্নিচারের কারখানা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে সড়ক শুরু হওয়ায় ঘটনাস্থলে যেতে না পেরে ফায়ার সার্ভিসের গাড়ি মূল সড়ক থেকে আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। রাত ১০টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। তবে তাৎক্ষনিকভবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।’
এএফ/০৩