নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৭, ২০২২
০৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০৫:৪৮ পূর্বাহ্ন
সিলেটে মূল্য টেম্পারিং করে ভোজ্যতেল সয়াবিন চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিভাগজুড়ে অভিযানে এমন প্রমাণ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিলেট। এ অভিযোগের প্রমাণ পেয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, দুইদিনের অভিযানে দুইদিনের অভিযানে বিভাগের ২৮টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্ত।
তিনি জানান, রবিবার দিনভর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে নগরসহ সিলেট বিভাগের বিভিন্ন পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রয় এবং টেম্পারিং করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, নগরের কালীঘাট বাজারে ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৩৮ হাজার, শহরতলির টুকেরবাজারে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার, সুনামগঞ্জের ধনপুর বাজারে ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০, হবিগঞ্জের শায়েস্তানগর ও কোর্ট স্টেশন বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ এবং মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণ বাজারে ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা মোট ২২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
শ্যামল পুরকায়স্ত বলেন, কালিঘাটে ভোজ্যতেলের বোতলে ডাবল মূল্য সিল যুক্ত করে অতিরিক্ত দামে বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, অপর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি। বিভাগীয় কার্যালয়, সহকারী পরিচালক সেলিম মিয়ার নেতৃত্বে পৃথক অভিযানে একই অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানকে ৫০ টাকা জরিমানা করা হয়। মূল তালিকা না থাকায় অপর দুটি প্রতিষ্ঠানকে আরও ৮ হাজার জরিমানা করা হয়। শনিবার এ ধরনের অপরাধের প্রমাণ পেয়ে আরও দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে শনিবারও (৫ মার্চ) সিলেটে এমন অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। অভিযানকালে সিলেট নগরের মীরাবাজার, কালিঘাট বাজার ও কাজিরবাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ইত্যাদি অপরাধের দায়ে মারুরা স্টোরকে ৫ হাজার, নিত্যপণ্য স্টোরকে ১০ হাজার, মেসার্স এম এ মনির এন্ড কোম্পানীকে ৫০ হাজার, মেসার্স মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, বদরুল এন্ড কোম্পানিকে ৫০ হাজার এবং সিলেট ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকাসহ মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কৃষি বিপণন কর্মকর্তা এবং বাজার কমিটির সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।
এসএইচ/আরসি-০১