শাবিপ্রবিতে নবম ধাপের ভর্তি শুরু মঙ্গলবার

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৭, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২২
০৭:৪৬ অপরাহ্ন



শাবিপ্রবিতে নবম ধাপের ভর্তি শুরু মঙ্গলবার

নির্দিষ্ট সংখ্যক আসন পূরণ না হওয়ায় ৯ম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ২০২০-২১ সেশনে ৯ম ধাপের ভর্তি শুরু হবে। শনিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মঙ্গলবার ৮ মার্চ এ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে মেধাতালিকার ৭৪৫৬ থেকে ৮১৫৫ পর্যন্ত স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। একই দিন সকাল ১১টায় বি ইউনিটেনবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনপ ১৮২১ থেকে ২০২০ পর্যন্ত মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ডাকা হয়েছে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ১৭৯৫ থেকে ১৮১৪ পর্যন্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ডাকা হয়েছে। শাবিপ্রবিতে  প্রথম ধাপের ভর্তি শুরু হয় গত ৪ জানুয়ারি।

এইচএন/আরসি-০২