সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৭, ২০২২
০৯:১৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০৯:১৬ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. গোলাম সরওয়ার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।