শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ০৭, ২০২২
০৯:৪৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২২
০৯:৪৪ অপরাহ্ন
আগামী বুধবার (৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে ইশতেহার ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানান তাজুল-রমজান পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয়কালে এ মন্তব্য করেন প্যানেলের নেতৃবৃন্দ।
এসময় তাজুল-রমজান পরিষদের সভাপতি প্রার্থী মো. তাজুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে গেছে। তবে আমাদের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আগের মতোই রয়ে গেছে। এবারে আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ও সমস্যাগুলো নিয়ে নিয়ে আরো জোরালো ভাবে কাজ করবো। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মচারীদের জন্য যা যা বরাদ্দ দিবে তার পুরোটা তাদের স্বার্থে ব্যয় করা হবে।
এই প্যানেলেন নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে- কর্মচারীদের একাধিকবার আপডেটেশনের ব্যবস্থা করা, কাজের বাইরে ওভার টাইমের ব্যবস্থা করা, কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করা এবং নতুন আরো ৫টি বাসা বরাদ্দ দেওয়া, হিন্দু কর্মচারীদের জন্য শ্মশানের ব্যবস্থা করা, বাৎসরিক ছুটি ২০ দিন করার ব্যবস্থা করা, বাসা বন্টনে কর্মচারী প্রতিনিধিদের রাখা ইত্যাদি।
এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শাবি প্রেসক্লাব বদ্ধ পরিকর। আমরা পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরো বেশি কাজ করতে চাই।
মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিএম ইমরান হোসেনের সঞ্চালনায় তাজুল-রমজান পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী রমজান আহমেদ, প্রচার সম্পাদক সুনীল লাল উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি রাজীব হোসেন, কোধাষ্যক্ষ নাজমুুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য হাসান নাঈম, রাশেদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এইচ এন/বি এন-১৮