জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০৭, ২০২২
১০:১১ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
জৈন্তাপুর উপজেলায় হাওরের পুকুর থেকে নিখোঁজ ডালিম আহমদ (২২) নামে এক যুবকের পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ডালিম উপজেলার ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আজ সোমবার (৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ডালিম গত শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। ছেলেকে না পেয়ে ডালিমের পিতা বাচ্চু মিয়া গতকাল রবিবার জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।
আজ বেলা তিনটায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘাটেরচটি গ্রামে তদন্ত যায়। তদন্ত চলাকালে বিকেল সাড়ে তিনটায় স্থানীয় এলাকাবাসী জানান, চিকনাগুল ইউপির ঘাটেরচটি বিলের তারেকের পুকুরের জলে পা-বাঁধা একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ পানি থেকে উত্তোলন করে। লাশটি নিখোঁজ ডালিমের বলে শনাক্ত করা হয়।
এদিকে নিহতের পিতা বাচ্চু মিয়ার দাবি, ডালিমকে পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ীর লোকজন হত্যা করেছে। তিনি হত্যা মামলা দায়ের করবেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘জিডি তদন্তে গিয়ে বিলের জলে লাশ পাওয়ার সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার প্রকৃতরহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।’
দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদঘাটন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘লাশের পা বাঁধা ছিল। তাছাড়া মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। ফলে স্পষ্টত এটি হত্যাকাণ্ড।’
উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি চলছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।’
আর কে/বি এন-২১