শাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৮, ২০২২
০৩:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২২
০৩:৪১ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরে ৭ই মার্চ উদযাপন কমিটি, শাবি অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।