শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ০৮, ২০২২
০৪:০২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২২
০৪:০২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সামনে গিয়ে শেষ হয়।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
এ সময় শাখা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সহ সম্পাদক নাজমুস সাকিব অভি, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমি, রসায়ন বিভাগ ছাত্রলীগের বর্তমান সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, ছাত্রলীগ নেতা সুমন সরকার, সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যুগ্ম-সম্পাদক তালুকদার, মোহাম্মদ মোস্তফা সুজনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএন/আরসি-১৮