ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ০৮, ২০২২
০৪:০৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২২
০৪:০৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস পালন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কমপ্লেক্সের সামনে জাতীর জনকের মুর্যালে ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর ওসমানীনগর থানা পুলিশ এবং উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীর জনকের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নীলিমা রায়হানার সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতার আহমদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, এসিল্যান্ড রাজীব দাশ পুরকায়স্থ, ওসি(তদন্ত) মাছুদুল আমিন, আওয়ামলীগের সহ-সভাপতি আবদাল মিয়া, আলাউর রহমান আলা, চেয়ারম্যান গোলাম কিবরিয়া,সাংগঠনিক সম্পদক আনা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, তফজ্জুল হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক দলের নেতা কর্মিরাআলোচনা সভায় উপস্থিত ছিলেন।