কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের উদ্বোধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৮, ২০২২
০৪:২০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২২
০৪:২০ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের উদ্বোধন

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে নিজের অফিস কক্ষে সংরক্ষিত আসন রেখেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম।

সোমবার (৭ মার্চ) বেলা ১টায়  উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনুকে বসিয়ে সংরক্ষিত আসনের উদ্বোধন করা হয়। এসময় আরও তিন জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দর আলী, কছির মিয়া, তোয়াব আলী। 

এমন মহৎকর্মকে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কছির আলী বলেন, সংগ্রামের  সময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে পরিবার-পরিজনদের না জানিয়ে নিজের জীবনের মায়া না করে মুক্তিযোদ্ধে গিয়েছিলাম। যুদ্ধ করে দেশ স্বাধীন করেই বাড়িতে ফিরেছিলাম কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে মুক্তিযুদ্ধোদের কেউ মূল্যায়ন করেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়েছে। আজকে এই অফিসে যখন দেখলাম আমাদের জন্য একটি বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তখন মনে খুব আনন্দ লেগেছে। মনে হয়েছে আমাদের কষ্টের বিনিময়ে যারা দেশ পেয়েছে তারা আমাদেরকে সম্মান করতে ভুলে নাই।

বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু বলেন, কোন কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধ করে নাই। দেশের মায়ায় মুক্তিযুদ্ধ করেছিলাম। একজন মুক্তিযুদ্ধা হিসাবে আমাদের যখন সম্মান করে তখন খুব ভালো লাগে। উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন কাজে অসংখ্য মানুষ আসে। মুক্তিযুদ্ধারাও আসে  সাধারণ মানুষ থেকে আমাদের বিশেষ সম্মান দেওয়ার জন্য আজকে যে চেয়ারের উদ্বোধন করা হয়েছে তা দেখে দেশের জন্য আবার কিছু করার ইচ্ছা জেগেছে। 

উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম বলেন, জাতির বীর সন্তানদের সম্মান জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের দিনকে স্মরণ করে রাখতে মুক্তিযুদ্ধের জন্য সংরক্ষিত চেয়ারটি আমার অফিস কক্ষে রাখা হয়। ওই চেয়ারে লেখা রয়েছে, "বীর মুক্তিযোদ্ধা আসন সংরক্ষিত"।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন, সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংঠনিক সম্পাদক কবির হোসেন, সাংবাদিক কবির আহমদ প্রমুখ।