নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৯, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন
রোমানিয়ায় পাঠানোর নাম করে সিলেটের অসংখ্য যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আমিন রহমান ট্রাভেলসের স্বতাধিকারী আমিনুর রহমান। তিনিসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে আদালতে তুলে পুলিশ। এ সময় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন সুলতানার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমিনুর রহমান। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জবানবন্দিতে আমিন জানান, তিনি রোমানিয়া পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় থাকা তার সহযোগিদের হাতে তুলে দেন। এছাড়া তার কাছে প্রায় ৭০ জনের পাসপোর্ট রয়েছে বলেও জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও এসএমপির কোতোয়ালি থানার এসআই যতন পাল সিলেট মিররকে বলেন, ‘আমিন টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
এনএইচ/আরসি-০৭